• ঢাকা
  • রবিবার, ২৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ; ১০ আগষ্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

 নির্বাচনী ২ মামলায় যুবদলনেতা বিশ্বনাথের শাহ আমির উদ্দিনের খালাস


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: রবিবার, ১০ আগষ্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৪:৪১ পিএম;
 নির্বাচনী ২ মামলায় যুবদলনেতা বিশ্বনাথের শাহ আমির উদ্দিনের খালাস
 নির্বাচনী ২ মামলায় যুবদলনেতা বিশ্বনাথের শাহ আমির উদ্দিনের খালাস

 .

বিশ্বনাথ প্রতিনিধি: ২০২২ সালে পৌরসভা নির্বাচনের সময় মনোনয়নপত্রে তথ্য গোপন ও মিথ্যা তথ্য প্রদানের অভিযোগে দায়ের হওয়া দুটি নির্বাচনী মামলায় সিলেট জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও বিশ্বনাথ পৌর যুবদরের আহ্বায়ক (সাবেক কাউন্সিলর প্রার্থী) শাহ আমির উদ্দিন বেকসুর খালাস পেয়েছেন।.

 .

আমির উদ্দিনের বিরুদ্ধে অভিযোগের মামলা নম্বর ছিল বিশ্বনাথ জি আর ১০/২৩ এবং বিশ্বনাথ জি আর ১০/২৩অ।তার বিরুদ্ধে মামলার বাদী প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. ইউনুস আলী ও কয়েছ  আহমদ এজাহারে অভিযোগ করেন শাহ আমির উদ্দিন তথ্য গোপন করার মাধ্যমে প্রার্থী হওয়ার চেষ্টা করেছেন। এই অভিযোগের কারণে ওই ওয়ার্ডের নির্বাচন স্থগিত হয় এবং পরে আদালতে মামলা দায়ের করা হয়।.

 .

দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণের পর সিলেটের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ খাইরুল আমীন আজ রায় ঘোষণা করেন । শাহ আমির উদ্দিনের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত না হওযায় ২টি মামলা থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়।.

 .

শাহ আমির উদ্দিনের আইনজীবী ও বিশ্বনাথ উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক এডভোকেট খালেদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। রায়ের পর শাহ আমির উদ্দিন বলেন, “এই মামলা ছিল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, তবে ন্যায় বিচারের মাধ্যমে সত্যের জয় হয়েছে।”. .

ডে-নাইট-নিউজ /

আইন ও আদালত বিভাগের জনপ্রিয় সংবাদ